আজকের শিরোনাম :

করোনার ভ্যাকসিন নিলেন পররাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২১ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৯

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন পরাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ টিকা নেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে অনেক অপপ্রচার হয়েছে। তবে, সব বাধা কাটিয়ে সুষ্ঠুভাবে টিকা কার্যক্রম চলছে। অনেক যুক্তরাষ্ট্র প্রবাসীও দেশে এসে ভ্যাকসিন নিয়েছেন।’

যেসব দেশে বাংলাদেশের দূতাবাস নেই সেসব দেশের বাংলাদেশিদের কিভাবে টিকা দেয়া হবে তা নিয়ে উপায় খোঁজা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া বিদেশি কূটনীতিকরা যারা চাইবেন এখন থেকে নিয়মিতভাবে টিকা নিতে পারবেন বলে জানান এ কে আব্দুল মোমেন।

একই সময়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ব্রিটিশ হাইকমিশনার, মালদ্বীপ, ব্রাজিল ও নরওয়ের রাষ্ট্রদূতসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা টিকা নেন। বাংলাদেশে টিকা দেয়ার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন কূটনীতিকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সারাদেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। এর মধ্যে রাজধানীতে টিকা নিয়েছেন দেড় লাখের বেশি মানুষ। গতকাল বুধবার সারাদেশে টিকা নেন ২ লাখ ২৬ হাজার ৭৫৫ জন। আর এখন পর্যন্ত টিকার জন্য প্রায় ২৬ লাখ ৬৩ হাজার মানুষ নিবন্ধন করেছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ