আজকের শিরোনাম :

সোমবারের মধ্যে সব জেলায় পৌঁছাবে করোনার টিকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১, ১৫:৫৬

আজ রোববার নয়, আগামীকাল সোমবারের মধ্যে দেশের সব জেলায় করোনাভাইরাসের টিকা পৌঁছে যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। এছাড়া ৪ ফেব্রুয়ারির মধ্যে সুরক্ষা অ্যাপ দিয়ে স্মার্টফোনে টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যাবে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে মহাপরিচালক এসব কথা জানিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, টিকা প্রয়োগের সব সরঞ্জামও প্রস্তুত আছে।

মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান- নিপসমে এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে গুগল প্লে স্টোরের মাধ্যমে টিকা প্রত্যাশীরা মোবাইল অ্যাপে নিবন্ধন করতে পারবেন। এখন পর্যন্ত পনেরো হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না তাদেরকে উপজেলা পর্যায়ে সহায়তা করবে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীরা। মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচারণাও চলছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, আগামী মাসে দেশে আসবে কেনা টিকার দ্বিতীয় চালান।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের অর্ধেকের বেশি জেলায় টিকা পৌঁছে গেছে। শুক্রবার পর্যন্ত গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো কারখানায় রাখা করোনাভাইরাসের ২৬ লাখ টিকা নির্ধারিত জেলায় পাঠানো শুরু করে ওষুধ প্রশাসন। এ পর্যন্ত ২৬ জেলায় পৌঁছেছে টিকা।

আগামী ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও টিকা নেবেন। একই সময়ে সারা দেশে টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ