আজকের শিরোনাম :

দিল্লির বাতাসের দূষণ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১৭:৩৪

ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাস এখন নিরাপদ নয় শহরবাসীর জন্য। দীপাবলির পর থেকেই বায়ুদূষণের মাত্রা সব রেকর্ড ভেঙেছে। এতে অতিষ্ঠ নগরবাসী। অতিরিক্ত আতশবাজি পোড়ানোর প্রভাব পড়েছে দেশটির অন্যান্য শহরেও। 

দীপাবলির পর থেকেই বায়ু দূষণের কারণে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে রাজধানী দিল্লিতে বায়ুদূষণ বেড়েছে কয়েক গুণ। 

দিল্লির এয়ার কোয়ালিটি সূচকের তথ্য বলছে, শহরের বাতাসে দূষণের মাত্রা ভেঙেছে গত পাঁচ বছরের রেকর্ড। বর্তমানে সেখানে এয়ার কোয়ালিটির মাত্রা ৪৬২। এতে বিঘ্নিত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। তীব্র বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছে শহরবাসী। 

এ বিষয়ে দিল্লির এক নারী বলেন, 'বায়ুদূষণ বেড়ে যাওয়ার কারণে মর্নিং ওয়াক কিংবা বাইরে যাওয়া আপাতত বন্ধ করে দিয়েছে। আর খুব প্রয়োজনে বাইরে বের হলেও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এখন যে অবস্থা দেখছি তা লকডাউনে বাধ্য হয়ে ঘরে থাকার মতোই।'

মেডিসিন বিশেষজ্ঞ রমেল টিকু বলেন, 'যাদের অ্যাজমা ও হার্টের সমস্যা রয়েছে বায়ুদূষণের কারণে তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। অনেকের মধ্যেই দেখা দিতে পারে শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথাসহ বিভিন্ন জটিলতা। তাই পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব রোগীদের ঘরে থাকাই ভাল।'

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৩৩টি শহরের বাতাসে দূষণ বাড়ছে। তালিকায় দিল্লির পাশাপাশি রয়েছে উত্তর প্রদেশের নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গোরখপুরের মতো শহরও। নির্বিচারে পোড়ানো আতশবাজির দাপটে বিষাক্ত হয়ে উঠেছে এসব এলাকার বায়ু।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি বা প্রবল বাতাস ছাড়া দিল্লিতে দূষণের মাত্রা কমতে সময় লাগবে। ফলে আপাতত গ্যাস চেম্বার হয়েই থাকছে রাজধানী। আরও কিছুদিন বায়ুদূষণের মধ্যেই কাটাতে হবে দিল্লিবাসীকে।

সেন্টার ফর রিসার্চ অন এলার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশেষজ্ঞ সুনিল দাহিয়া বলেন, 'গত কয়েকদিনের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এমনিতেই পরিবেশ হুমকির মুখে। তার ওপর দীপাবলির পর থেকে বায়ুদূষণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ