আজকের শিরোনাম :

প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৭:৫৯

বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন আইন পাস করতে যাচ্ছে নিউজিল্যান্ড। আর্থিক খাতে প্রয়োগ করা হবে নতুন এই আইন। যার আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রকৃতিবান্ধব অবকাঠামো ও প্রকল্পে বিনিয়োগ করতে হবে।

দেশটির জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ জানান, চলতি সপ্তাহেই আইনটি সংসদে পাস হবে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হতে চায় নিউজিল্যান্ড।

জলবায়ু পরিবর্তন মন্ত্রী আশা করছেন, এই আইন বিশ্বের অন্য দেশের জন্যও উদাহরণ তৈরি করবে। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকির বিষয়টি সরাসরি আর্থিক ও ব্যবসায়িক খাতের সঙ্গে সম্পৃক্ত হবে বলেও মত তার।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ