চিত্রনায়িকা নিঝুমকে অপহরণ চেষ্টা : উবার চালক গ্রেপ্তার

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩০

চিত্রনায়িকা নিঝুম অপহরণ চেষ্টায় জড়িত উবার চালককে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ। তার নাম মো. রকি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মাদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্রে জানা যায়, রামপুরা থানায় নায়িকা নিঝুমের দায়ের করা মামলায় তিনি উল্লেখ করেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার-চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক।
এ প্রসঙ্গে নিঝুম রুবিনা ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমন্ডি যাব। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, “আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন।” মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ৮০ থেকে ১০০। অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, “আমাকে এখানেই নামিয়ে দেন।” তখন সে আমাকে বলল, “চুপ থাক। কোনো কথা বলবি না।” তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই।’ রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ এবিনিউজকে বলেন, গ্রেপ্তার রকিকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নায়িকা নিঝুমের দায়ের করা মামলায় আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এবিএন/বিনোদন/আরকে/এইচএমজে
এই বিভাগের আরো সংবাদ