আজকের শিরোনাম :

পরিচালককে উকিল নোটিশ পাঠালেন সালমান শাহর মামা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১২

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্যের আলোকে ‘বুকের মধ্যে আগুন’ শিরোনামের একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।

তবে সিরিজটি যে সালমান শাহর মৃত্যুকে ঘিরে, সেটি নিশ্চিতভাবে বলেননি অংশু। তবে টিজার দেখে কাহিনি আন্দাজ করা গেছে।

আর সেকারণে সালমানের মামা আলমগীর কুমকুম রোববার (৫ ফেব্রুয়ারি) পরিচালক বরাবর একটি লিগ্যাল নোটিশ পাঠান সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে।

নোটিশে বলা হয়, আমার মক্কেলের ভাগনা সালমান শাহকে মৃত অবস্থায় তাহার বাসায় পাওয়া যায়। আমার মক্কেলের ভাগনার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্ন ভাবে প্রবাহিত করার উদ্দেশ্যে তাহা আত্মহত্যা বলিয়া প্রচার করে। এই নিয়ে আমার মক্কেলের দায়েরী মামলা বর্তমানে আদালতে বিচারাধীন আছে। আমার মক্কেল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করিতেছেন যে, সম্প্রতি একটি মহল আমার মক্কেলের ভাগনার মৃত্যু রহস্য নিয়া ধারাবাহিক সিরিজ নির্মাণের পায়তারা করিতেছে। একটি বিচারাধীন বিষয় নিয়া এহেন সিরিজ নির্মাণ করা আইন সম্মত নহে। তাই যে বা যাহারা উক্তরূপ সিরিজ নির্মাণের চেষ্টা করিতেছেন, তাহারা এহেন কর্ম হইতে বিরত থাকিবেন। অন্যথায় আমার মক্কেল আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবেন।

তবে কোনো লিগ্যাল নোটিশ পাননি বলে জানালেন তানিম রহমান অংশু। তিনি বলেন, ‘আমি কোনোর লিগ্যাল নোটিশ হাতে পাইনি। তবে আপনাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আসলে আমার কাজের সাথে সালমান শাহর কোনো সম্পৃক্ততা নেই। ফলে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তিনিই মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করেন। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ, ইয়াশ রোহান, তমা মির্জা, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ