আজকের শিরোনাম :

এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরান’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:১৬

ঈদুল আজহায় মুক্তি পায় ক্রিভুজ প্রেমের গল্পে নির্মিত রায়হান রাফি পরিচালিত সিনেমা ‘পরান’। লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটি মুক্তির এক মাস পেরিয়ে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিনেমাটি চলচ্চিত্রে স্থবিরতা কাটিয়ে তুলেছে। অন্যান্য সিনেমার প্রযোজকরা সিনেমা মুক্তি দেয়ার সাহস পেয়েছে।  

শুধু তাই নয়, দেশের বাইরে প্রবাসীদের মধ্যেও ‘পরান’  নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে।

বিদেশে সিনেমাটি মুক্তি দেয়া প্রসঙ্গে লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, ‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘পরান’ সিনেমার পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন, ‘পরান সিনেমাটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা সিনেমাটি দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেয়া হবে। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী।’

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরান সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’

‘পরান’ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি সিনেমার কলাকুশলীরা। ‘পরান’ সিনেমাতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, শিল্পী সরকার অপু, নাসির উদ্দিন খান প্রমুখ।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ