আজকের শিরোনাম :

কুয়েত আদালতে পাকিস্তানি অভিনেতাকে দেশছাড়া করার রায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১০:১১

কুয়েত কর্তৃপক্ষ পাকিস্তানি অভিনেতা ফারহান আল আলিকে সামাজিক মাধ্যমে জনসাধারণের নৈতিকতা বিরোধী ভিডিও ছড়ানোর অভিযোগে দেশছাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তা বাহিনীর বরাতে কুয়েতের স্থানীয় সংবাদপত্র এ সংবাদ প্রদান করেছে।

গত সেপ্টেম্বরে সামাজিক শালিনতা (public decency) লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করার পর কুয়েতের একটি ফৌজদারি আদালত আল আলীকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। একই সঙ্গে আদালত এ অভিনেতাকে এক হাজার কুয়েতি দিনার জরিমানা এবং জরিমানা শেষে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়।

কুয়েতের শীর্ষ আপিল আদালত সম্প্রতি রায় প্রত্যাহার করেছে। কোর্টের রায় কারাগারের সাজা বাতিল করে কিন্তু কুয়েত থেকে বহিস্কার করে নিজ দেশে (পাকিস্তান) ফেরত পাঠানোর আদেশ বহাল রাখে।

আল কাবাসের খবরে বলা হয়েছে, তাকে কারা কর্তৃপক্ষ ৪৮ ঘন্টার মধ্যে দেশে (পাকিস্তান) ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে।

কুয়েতে বেশ কিছু টিভি নাটক ও মঞ্চে পারফর্ম করা আল আলি গত বছর জুনে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে সামাজিকমাধ্যমে নৈতিকতা বিরোধী ভিডিও প্রকাশের অভিযোগ আনা হয়েছিল।

কুয়েত মিডিয়ার বরাতে জানা যায় অভিনেতা আল আলি তার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে একটি ভিডিওতে নগ্ন হয়ে হাজির হন। যদিও আল আলির দাবি তার স্ন্যাপচ্যাটটি হ্যাক হয়েছিল।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ