আজকের শিরোনাম :

বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী মারা গেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০১:০৭

ভারতীয় চলচ্চিত্রের বরেণ‌্য অভিনেত্রী জয়ন্তী মারা গেছেন। আজ (সোমবার, ২৬ জুলাই) সকালে ভারতের বেঙ্গালুরুর নিজ বাসভবনে ঘুমের মধ‌্যে তিনি মারা যান। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘ দিন ধরে বার্ধক‌্যজনিত সমস‌্যাসহ নানা রোগে ভুগছিলেন এ অভিনেত্রী।

জয়ন্তীর পুত্র কৃষ্ণ কুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, মা অসুস্থতা থেকে সের উঠছিলেন। কিন্তু আজ সকালে ঘুমের মধ‌্যে তিনি মারা গেছেন।

কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষার ৫০০ সিনেমায় অভিনয় করেছেন জয়ন্তী। তবে কন্নড় ভাষার অভিনেত্রী হিসেবে তার বিশেষ খ‌্যাতি রয়েছে। এ অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমেছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কর্ণাটকের সিএম তার মৃত‌্যুতে শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব‌্যক্তিত্ব, অভিনয়শিল্পীরা সোশ‌্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

১৯৬৩ সালে কন্নড় ভাষার ‘জেনু গুড়ু’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন। তারপর শরীরি সৌন্দর্য ও অভিনয় গুণে দাপিয়ে বেড়িয়েছেন বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি। কাজের স্বীকৃতিস্বরূপ সাতবার কন্নড় স্টেট ফিল্ম অ‌্যাওয়ার্ড, রাষ্ট্রপতি পদক জিতেছেন। তা ছাড়াও ফিল্ম ফেয়ার অ‌্যাওয়ার্ডসহ অনেক পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ