আজকের শিরোনাম :

সাড়ে ৪ মাসে ডলারের দাম সর্বোচ্চ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫২

আন্তর্জাতিক মুদ্রাবাজারে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক বেড়েছে। গত সাড়ে ৪ মাসের মধ্যে একদিনে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সম্প্রতি চাকরির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এতে দেখা গেছে, অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে গত জানুয়ারিতে দেশটিতে কর্মসংস্থান বেশি বেড়েছে। ফলে সুদের হার আরও কিছুদিন অব্যাহতভাবে বাড়াতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) এমন আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এছাড়া আয়ও বৃদ্ধি পেয়েছে। ফলে হঠাৎ প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য ব্যাপক বেড়েছে। ডলার সূচক ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ১২ জানুয়ারির পর যা সর্বোচ্চ। আর দৈনিক হিসাবে গত ২৩ সেপ্টেম্বরের পর সেরা দিন কাটিয়েছে মুদ্রাটি। অর্থাৎ প্রায় সাড়ে ৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

ওই দিন ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মুদ্রা ইউরোর পতন ঘটেছে ১ দশমিক ১ শতাংশ। প্রতি ইউরোর মূল্য স্থির হয়েছে ১ ডলার ০৭৯৪ সেন্টে।

জাপানি ইয়েনের বিরুদ্ধে ডলার শক্তিশালী হয়েছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি ইউএস মুদ্রার দাম নিষ্পত্তি হয়েছে ১৩১ দশমিক ১৩ ইয়েনে। গত ১৮ জানুয়ারির পর যা সবচেয়ে বেশি। এছাড়া কার্যদিবসের হিসাবে গত ১৭ জুনের পর সেরা দিন পার করেছে এটি।

ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের দরপতন হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। পাউন্ডপ্রতি মূল্য স্থির হয়েছে ১ ডলার ২০৫২ সেন্টে। গত ৬ জানুয়ারির পর যা সর্বনিম্ন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ