আজকের শিরোনাম :

দৈনিক ১০ লাখ ব্যারেল কম উত্তোলনের চিন্তা, বাড়ছে তেলের দাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২, ০০:৫৬

দৈনিক ১০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদন কমানোর চিন্তাভাবনা চলছে। আগামী ৫ অক্টোবর বৈঠকে বসবে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। সেখানেই এ ঘোষণা আসতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে।

গত সপ্তাহে চাউর হয়, প্রতিদিন ৫ লাখ ব্যারেল জ্বালানি তেলের উৎপাদন হ্রাসের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এবার সেটা আরও ৫ লাখ বেশি হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো ভিয়েনায় সরাসরি বৈঠক করতে যাচ্ছে ওপেক প্লাস। ইতোমধ্যে একে ঘিরে ব্যাপক আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

গত মার্চে ব্যাপক তেল উৎপাদন হয়। বিগত কয়েক বছরের মধ্যে যা ছিল সর্বোচ্চ। ফলে দাম কমে যায়। সেই সঙ্গে অস্থিতিশীল বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে ব্যবসায়িক স্বার্থে আবারও উৎপাদন কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

ওপেকের ডি ফ্যাক্টো নেতা সৌদি আরব আগস্টের শুরুতে বাজার সংশোধনে কাটছাঁটের সম্ভাবনার কথা বলে। তেলের দাম বাড়াতে উৎপাদন কমানোর কথা বলে দেশটি।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম। শুধু সোমবারই (৩ অক্টোবর) প্রতি ব্যারেলের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ৩ ডলার। আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের ভবিষ্যত সরবরাহ মূল্য ৮৮ ডলার ১৩ সেন্টে স্থির হয়েছে।

আর ব্যারেলপ্রতি অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর স্থির হয়েছে ৮২ ডলার ৮২ সেন্টে। এর আগে জ্বালানি পণ্যটির দাম ৯ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ