আজকের শিরোনাম :

০৩ অক্টোবর: ইতিহাসের আজকের এই দিনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ০৯:১৯

আজ ০৩ অক্টোবর ২০২২, সোমবার, ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:

  • ১৮৬৬- ভিয়েনায় অস্ট্রিয়া ও ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৩২- ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে স্বাধীনতা ঘোষণা করে ইরাক।
  • ১৯৪৫- বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৮- ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
  • ১৯৭৮- বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম।
  • ১৯৮০- বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়া হয়।

জন্ম:

  • ১৮৭৭- বাঙালি শিক্ষাবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়।
  • ১৮৯৫- রুশ কবি সের্গেই ইয়েসেনিন।
  • ১৮৯৭- ফরাসি কবি লুই আরাগঁ।
  • ১৯০৪- নোবেলজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন।
  • ১৯২০- প্রখ্যাত বেতার ও দূরদর্শন ধারাভাষ্যকার অজয় বসু।
  • ১৯৭৩- ব্রিটিশ অভিনেত্রী লিনা হিডি।

মৃত্যু:

  • ১৮৯৬- ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী উইলিয়াম মরিস।
  • ১৯১৪- ভারতীয় বাঙালি আইনজ্ঞ ও জনহিতৈষী স্যার তারকনাথ পালিত।
  • ১৯৫২- বাঙালি পণ্ডিত,গবেষক ও সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
  • ১৯২৩- ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। ১৮৬১ সালের ১৮ জুলাই বিহারের ভাগলপুরে জন্ম। স্কুলজীবনে পড়াশুনা ছাড়াও অন্যান্য বিষয়ে যথেষ্ট আগ্রহ ছিল। স্কুলে পড়ার সময়ে তিনি ১৮৭৮ সালে প্রথম নারী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে পাস করেন। কাদম্বিনী এবং চন্দ্রমুখী বসু বেথুন কলেজের প্রথম গ্র্যাজুয়েট হয়েছিলেন ১৮৮৩ সালে। গ্র্যাজুয়েট হওয়ার পর ডাক্তারি পড়ার জন্য ১৮৮৩ সালে মেডিকেল কলেজে ভর্তি হন। পাঁচ বছর মেডিকেল কলেজে পড়ার পর বিলেত যান। এর আগে কিছুদিন লেডি ডাফরিন মহিলা হাসপাতালে মাসিক ৩০০ টাকা বেতনে কাজ করেছেন। আট সন্তানের মা হওয়ার কারণে সংসারের জন্যও তাকে বেশ সময় দিতে হতো। তিনি সূচিশিল্পেও নিপুণা ছিলেন।
  • ২০০১- সংগীতসাধক বারীণ মজুমদার।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ