আজকের শিরোনাম :

১৫ আগস্ট: আজকের এই দিনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২, ০৮:৪৮

আজ ১৫ আগস্ট, সোমবার, ৩১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:

  • ১৮৫৪- বাংলায় প্রথম রেলপথ স্থাপন।
  • ১৯৪৭- ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।
  • ১৯৭১- অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।
  • ১৯৭৫- বাংলাদেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।
  • ১৯৭৫- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।

জন্ম:

  • ১৮৭২- বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক অরবিন্দ ঘোষ।
  • ১৮৭৩- ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ রমাপ্রসাদ চন্দ।
  • ১৯০০- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ সন্তোষ কুমার মিত্র।
  • ১৯২৬- বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
  • ১৯৩১- ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়।

মৃত্যু:

  • ১৯৭৫- স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
  • ১৯৭৫- বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা।
  • ১৯৭৫- শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা শেখ কামাল।
  • ১৯৭৫- শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার শেখ জামাল।
  • ১৯৭৫- শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল।
  • ১৯৭৫- বাংলাদেশি ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকী।
  • ১৯৭৫- বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাত।
  • ১৯৭৫- বাংলাদেশি রাজনীতিবিদ, সাংবাদিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি।
  • ১৯৭৮- ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক বৈদ্যনাথ ভট্টাচার্য।

দিবস:

  • বাংলাদেশের জাতীয় শোক দিবস।
  • ভারতের স্বাধীনতা দিবস।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ