আজকের শিরোনাম :

০২ আগস্ট: ইতিহাসে আজকের এই দিনে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৯:২৩

আজ ০২ আগস্ট ২০২১, সোমবার, ১৮ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-    

ইতিহাসের পাতায় আজকের দিনটি:
 
ঘটনাবলি:

  • ১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
  • ১৭৬৩ - মুর্শিদাবাদ দখলের পর ব্রিটিশ সৈন্য বাহিনী মিরকাশিমের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধে মিরকাশিম পরাস্ত হন।
  • ১৭৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয় ।
  • ১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।
  • ১৯১৪ - সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে ।
  • ১৯২২ - চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে ।
  • ১৯৩৪ - জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
  • ১৯৩৫ - গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।
  • ১৯৫৩ - ভারতে গভর্ণমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয় ।
  • ১৯৫৫ - সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ।
  • ১৯৯০ - ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
  • ২০১০ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রসাশনের পুলিশ বাহিনী অতর্কিতে হামলা চালায়।
জন্ম

  • ১৬৯৬ - অটোমান সম্রাট প্রথম মাহমুদ।
  • ১৮৬১ - রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
  • ১৯০০ - মার্কিন অভিনেত্রী হেলেন মর্গান
  • ১৯২৮ - ড. এম আর খান।
মৃত্যু

  • ১৭১২ - খ্যাতনামা ফরাসী বিজ্ঞানী ড্যানিস পাপিন।
  • ১৮৪৯ - মিসরে মোহাম্মদ আলী পাশা।
  • ১৮৯৪ - প্রথম বাঙালী স্থপতি নীলমণি মিত্র ।
  • ১৯২২ - স্কট বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল।
  • ১৯২৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং।
  • ১৯৩৪ - জার্মানীর তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানীর সেনা বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল হিডেন বার্গ।
  • ১৯৭৬ - অস্ট্রিয়ান-আমেরিকান চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং।
  • ১৯৮০ - ভাস্কর ও চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ।
  • ২০০২ - নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ