আজকের শিরোনাম :

দুপচাঁচিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ১২:৫৯

দুপচাঁচিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১৪ মে মঙ্গলবার বিকালে উপজেলার তালোড়া খাদ্য গুদামে এ সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। 

এ সময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ সুমুনুজ্জামান সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচএম আশরাফুল আরেফীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল ইসলাম, তালোড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, তালোড়া চাউল কল মালিক সমিতির সভাপতি নূরে আলম চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক সুভাষ প্রসাদ কানু, ইউপি সদস্য সাদিকুল ইসলাম মজনু, দুপচাঁচিয়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমাম আজম পারভেজ, উপজেলা কৃষকলীগের সভাপতি নূর ইসলাম টগর প্রমুখ। চলতি মৌসুমে এ উপজেলায় ৪৫টাকা কেজি দরে ৯হাজার ৮’শ ৩৬মেঃ টন চাল ও ৩২টাকা কেজি দরে ৭’শ ২৮ মেঃ টন ধান সরাসরি কৃষকদের নিকট থেকে সংগ্রহ করা হবে। এ অভিযান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।  

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ