আজকের শিরোনাম :

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে মহেন্দ্র চালকের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ১৯:০২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জেরে সফিকুল ইসলাম(৩৫) নামে এক মহেন্দ্র চালক গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেছেন। 

গত বুধবার ৮ মে রাতে দিনাজপুর এমআব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সফিকুলের মৃত্যু হয়। সফিকুল উপজেলা পদমপুর উত্তরগাও গ্রামের মৃত রমজান আলীর ছেলে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সফিকুল তার স্ত্রী রিতা আক্তারকে না জানিয়ে এক জনকে ১৯ হাজার টাকা হাওয়ালত (ধার) দেয়। এ নিয়ে তার স্ত্রী, ছেলে হৃদয়ের সাথে বাগবিতণ্ডা বাঁধে । 

গতকাল রাত ৯ টায় সফিকুল বাড়ির পাশে হাজ্বী মৌড় থেকে বাড়ি এসে না খেয়ে শুয়ে পড়ে। তার ছেলে ও স্ত্রী ভাত খেতে ডাকলে সে বলে আমি খাবোনা। এর পর তার অস্বাভাবিক আচরণ দেখে জিজ্ঞাসা করলে সফিকুল বলেন আমি দুটি গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেছি। 

খবর পেয়ে পরিবারের লোকজন সাথে সাথে তাকে রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেন। দিনাজপুর নিয়ে যাওয়ার পথিমধ্যে সফিকুল মারা যায়। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের শেষে  লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে । এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।  

এবিএন/মোঃ মোবারক আলী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ