আজকের শিরোনাম :

বোদায় প্রতীক্ষার পর স্বস্তির বৃষ্টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ১৬:২২

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে পঞ্চগড়ের বোদায় কাঙ্খিত বৃষ্টির দেখা মিলেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। কিছুদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টি পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ ও প্রাণিকূল। বিকেলের এক পশলা বৃষ্টিতে ধুয়ে যায় তপ্ত উপজেলার আশপাশের এলাকা। এতে তীব্র গরমে খানিক প্রশান্তি নেমে আসে। এ সময় আকাশে মেঘের গর্জন শোনাও গেছে। 

মন্নাপাড়া এলাকার ভ্যানচালক খলিলুর রহমান জানান, অনেকদিন পর বৃষ্টি হওয়ায় শরীরে স্বস্তি এসেছে। নয়াদিঘী এলাকার কৃষক নুর নবী বলেন,অনেকদিন পরে বৃষ্টি হওয়ায় বাদাম, ভুট্টা, মরিচসহ বিভিন্ন ফসলের উপকারে আসবে। 

কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ জামান জানান, বৃষ্টি হওয়ায় মানুষ, প্রাণিকূলসহ ফসলে অনেক স্বস্তি নেমে আসবে। এভাবে কয়েকদিন বৃষ্টি হলে ফসলের ফলন পুষিয়ে আসার সম্ভবনা রয়েছে।

এবিএন/মোঃ লিহাজ উদ্দীন মানিক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ