আজকের শিরোনাম :

কাপাসিয়া উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১৮:২৬

গাজীপুরের কাপাসিয়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এড. মোঃ আমানত হোসেন খান (মোটরসাইকেল) প্রতীকে (৪৫,৯২৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব উদ্দিন আহমেদ সেলিম (আনারস) প্রতীকে (৪০,২২৬) ভোট পেয়েছেন। চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৮৮৬৭৯, বাতিল ২৫২৪, বৈধ ভোটের সংখ্যা ৮৬,১৫৫ ।

ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুল হক চৌধুরী আইয়ুব (টিয়া পাখি) প্রতীকে (৪৭,০৩৩) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইমান উল্লাহ্ শেখ ইমু (তালা) প্রতীকে (২০,১০১) ভোট পেয়েছেন। মোঃ আফছার উদ্দিন আহমেদ (টিউবওয়েল) প্রতীকে (১১০২২) ভোট পেয়েছেন। অপর প্রার্থী সৈয়দ মুজিবুর রহমান (উড়োজাহাজ) প্রতীকে ৭০৩৫ ভোট পেয়েছেন ।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী শামীমা নাসরিন শিখা (ফুটবল) প্রতীকে (৬৫,০২৫) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রওশন আরা সরকার (কলস) প্রতীকে (১৯,৭০০) ভোট পেয়েছেন। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (ফুটবল) প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিন শিখা। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ভাইস-চেয়ারম্যান পদে (টিয়া পাখি) প্রতীকে হাফিজুল হক চৌধুরী আইয়ুব। 

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১৯টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

কাপাসিয়া উপজেলায় ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১৫২০১ এর মধ্যে পুরুষ ভোটার ১৫৭৩৬২ জন ও নারী ভোটার ১৫৭৮৩৯ জন। 

প্রিজাইডিং অফিসার ১১৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৭৫১ জন এবং ১৫০২ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন। মোট ভোটকেন্দ্র ১১৯টি, ভোট কক্ষ ছিলো ৭৫১টি। কোন ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা ছাড়াই ভোটাররা তাদের ভোট প্রদান করছেন।

এবিএন/নুরুল আমিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ