আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বালিচাপা পড়া শ্রমিককে জীবিত উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ১১:৫৭

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী শিল্পপার্কে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের সময় বালিচাপা পড়া শ্রমিক সোহাগকে (২৮) জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। সে ভোলা জেলার শশিভুষণ উপজেলার রসুলপুর গ্রামের সালেহের ছেলে। স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় শিল্পপার্কে গ্যাস সঞ্চালন লাইনে পাইপ স্থাপনের কাজ চলছিল। এ সময় পাইপের মাথায় সোহাগের শরীরের অর্ধেক বালিচাপা পড়ে আটকে যায়। 

ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভেকু মেশিন দিয়ে প্রায় ২ ঘণ্টা বালি সরিয়ে পাইপের মধ্য থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং অসুস্থ অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুনেন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ