আজকের শিরোনাম :

অবশেষে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৮:৫৯

অবশেষে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি। টানা দাবদাহের পরে মঙ্গলবার (৭ মে) রাত ১টার দিকে এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে পরে মুষলধারে ঝরতে শুরু করে।

মঙ্গলবার (৭ মে) রাত ১০টার দিক থেকে আকাশে মেঘ দেখা যায়। পরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। একটানা বৃষ্টিপাত হয় ভোর ৫টা পর্যন্ত। এর ফলে আগুন ঝরা তাপপ্রবাহ ও গরম কমে স্বস্তি ফিরে আসে। এ অবস্থায় বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন রাজশাহীর মানুষজন।

জানা যায়, তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছিল আমের গুটি। শুকিয়ে চৌচির হয়েছে ধানখেত। অবশেষ বৃষ্টিতে প্রাণ ও প্রকৃতিতে ফিরেছে সজীবতা।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, রাজশাহীতে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাত ১টার সময় শুরু হয়ে শেষ হয়েছে ভোর ৫টায়। আকাশে মেঘ রয়েছে আবার বৃষ্টি আসতে পারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ