আজকের শিরোনাম :

কাপাসিয়ায় উপজেলা নির্বাচন বিষয়ক প্রেস ব্রিফিং

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১৩:৫৮

কাপাসিয়া উপজেলার প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদের নির্বাচন বিষয়ক প্রেস ব্রিফিং হয়েছে। 

আজ ৬ মে সোমবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের হল রুমে এ প্রেস ব্রিফিং সভা হয় কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার মো. মাহাবুবুর রহমান স্থানীয় সাংবাদিক আগামী ৮ মে বুধবার প্রথম ধাপের ভোট নিয়ে আলোচনা করেন। 

কাপাসিয়া প্রেস ক্লাব সভাপতি সনজীব কুমার দাস, সাইফুল ইসলাম শাহীন, নূরুল আমীন সিকদার, বেলায়েত হোসেন, মজিবুর রহমান, শরিফ সিকদার, আকরাম হোসেন হিরন, মজিবুর রহমান, আকরাম হোসেন রিপন, তাওহীদ হোসেন  মিন্টু, সাইফুল ইসলাম নান্না প্রমুখ। 

একেএম লুৎফর রহমান জানান আগামী ৮ মে বুধবার নির্বাচন বিষয়ে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোন ধরনের সহিংসতা দেখা দিলে ভোট বন্ধ হবে এবং ফৌজদারি মামলার আওতায় আনা হবে। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার পাঠানো। 

কাপাসিয়া উপজেলায় মোট ভোটার ৩১৫২০১ জন। ভোট কেন্দ্র ১১৯টি।

এবিএন/নুরুল আমিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ