আজকের শিরোনাম :

হবিগঞ্জে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ১৩:৩০

টানা কয়েকদিন ধরে হবিগঞ্জে তীব্র তাপপ্রবাহ চলছে। দু'য়েকদিন ছিটেফুটো কিছু হলেও তেমন বৃষ্টির দেখা মেলেনি। অবশেষে কালবৈশাখী ঝড়ের সাথে দেখা মিলেছে শিলাবৃষ্টির। এতে তীব্র গরমে স্বস্তি এলেও ঘরবাড়ি, গাছপালা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৈশাখ মাসের শেষ প্রান্থে এসে এ কালবৈশাখীর দেখা মেলে রোববার (৫ মে) দুপুরর পর। হবিগঞ্জ পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। প্রায় আধাঘন্টা স্থায়ী শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। ১০০ থেকে ২০০ গ্রাম পর্যন্ত। বিগত কয়েক বছরের মধ্যে এতো বড় বড় শীলাবৃষ্টি হয়নি। এটি ছিল নজিরবিহীন।

পৌর এলাকার পুরান মুন্সেফি এলাকার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, তীব্র গরমের পর বৃষ্টি হয়েছে ভালো লেগেছে। কিন্তু শিলাবৃষ্টিতে আমার কয়েকটি ঘর, দোকান কোঠার টিনের চালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিন ছিদ্র হয়ে নষ্ট হয়ে গেছে।

শ্যামলী এলাকার বাসিন্দা আমজাদ হোসেন মনি বলেন, শিলাবৃষ্টিতে গরম কমলেও আমাদের ও আশপাশের বাসার টিনের চালা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বছরের মধ্যে এতো বড় শীলা আমি দেখিনি। এটি নজিরবিহীন। ৩৩ কেবি বিদ্যুৎ  সঞ্চালন লাইনের ত্রুটি দেখায় বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যুৎ ব্যবস্থা। বেলা আড়াইটা থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অতিরিক্ত বৃষ্টির ফলে শহরের নিন্দা অঞ্চলে প্লাবিত হয়েছে। হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম সিদ্দিকী বলেন, শীলাবৃষ্টি হাওর এলাকায় হয়নি। তাই বোরো ধানের তেমন ক্ষতি হয়নি। এরইমধ্যে জেলার ৭৫ শতাংশ ধান কাটা হয়ে গেছে।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ