আজকের শিরোনাম :

সাদুল্লাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১৩:৪০

গাইবান্ধার সাদুল্লাপুরে ৩য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩ পদের বিপরীতে ১৮ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন দাখিল করেছেন। এ সময় স্ব- স্ব প্রার্থীদের কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ মে)  মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী অনলাইনে আবেদনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আবু সাআদাত শাহ্ মোঃ ফজলুল হক, মোঃ সাইদুর রহমান, মোঃ রেজাউল করিম, মোঃ আজিজার রহমান, মোঃ সাহীন আলম, মোঃ নুর আজম মন্ডল, আব্দুল ওয়াহেদ, এস এম খাদেমুল ইসলাম খুদি।


পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন  মোঃ মোন্তেজার রহমান চঞ্চল, মোঃ আছকালাম আকন্দ, মোঃ শাহ আলম, মোঃ এনামুল হক মন্ডল, মোঃ মিজানুর রহমান ও মোঃ নুর আলম মন্ডল। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোছাঃ আকতার বানু লাকী, মোছাঃ লাভলী বেগম, মোছাঃ আর্জেনা বেগম এবং মোছাঃ মাহমুদা বেগম।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মে বুধবার ৩য় ধাপে সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। উপজেলা পরিষদের এ নির্বাচনে এ উপজেলায় মোট ২,৫৮,৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,২৭,৮৭৬ জন, মহিলা ভোটার সংখ্যা ১,৩০,৫৭১জন ও  তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা ৬ জন।

এবিএন/মোঃ শহিদুল ইসলাম/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ