আজকের শিরোনাম :

পটিয়ায় মুজাফরাবাদ গণহত্যা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:২৪

১৯৭১ সালের ৩ মে পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামের হিন্দু অধ্যুষিত জনপদে নেমে আসে এক ভয়াল রাত। স্থানীয় মুসলিম লীগ নেতার নেতৃত্বে রাজাকারদের সহযোগিতায় পাক হানাদার বাহিনী গ্রামের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তিন শতাধিক মানুষকে নির্মমভাবে হত্যা করে।

পটিয়া গৌরব সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৩রা মে শুক্রবার সকালে মুজাফরাবাদ বধ্যভূমি প্রাঙ্গণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া গৌরব সংসদের আহ্বায়ক এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, সাংবাদিক এসএমএকে জাহাঙ্গীর, হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, চক্রশালা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমর বিশ্বাস, পটিয়া আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট খুরশীদ আলম, সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, সিপিবি নেতা এনামুল হক মনজু, নারীনেত্রী মদিনা বেগম, কনক বড়ুয়া, এসএম রিদওয়ান কবির, সংগঠনের সদস্য সচিব আবদুর রহমান রুবেল, সাংবাদিক পলাশ রক্ষিত, মোরশেদুল আলম, রনি দে প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাহবুবুর রহমান ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পটিয়া গৌরব সংসদের সদস্যরা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বধ্যভূমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মুজাফরাবাদ গণহত্যাযজ্ঞের সহযোগী তদকালীন মুসলিম লীগের নেতা-কর্মীসহ পাক বাহিনীর কর্মকর্তা ও সেনা সদস্যদের মরণোত্তর বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের এবং অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণ ও সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ