আজকের শিরোনাম :

হবিগঞ্জ শহরে এপেক্স শো-রুমে আগুনে ৪০ লাখ টাকার ক্ষতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:১৫

হবিগঞ্জ শহরের এপেক্স শো-রুমে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শুক্রবার রাত ১০টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এপেক্স শো-রুমের ম্যানেজার মোঃ রাকিব হোসেন জানান, রাত ১০টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুন শো-রুমের চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে শো-রুমে থাকা কয়েক লাখ টাকার টাকার জুতা পুড়ে যায়। বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের অবগত করা হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তিনি জানান, এ অগ্নিকা-রে ঘটনায় শো-রুমের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় অল্পের জন্য ভয়াবহ অগ্নিকা- থেকে আমাদের শো-রুমটি রক্ষা পেয়েছে। 
  
হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে কয়েক লাখ টাকর ক্ষয়-ক্ষতি হয়েছে’।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ