জামালপুর জেলা প্রেসক্লাবে সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:০২

বিশ^ মুক্ত গণমাধ্যম দিবসে জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে মফস্বল সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক দিনব্যাপী কর্মশালা ৩ মে সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: শফিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্ধোধন করেন।

জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন-যমুনা টেলিভিশনের ময়মনসিংহ বুরে‌্যা চিফ হুসাইন শাহিদ, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, বাংলাদেশ বেতারের ফজলে এলাহী মাকাম। 

কর্মশালায় আজকের বিশ্ব প্রেক্ষাপটে যুগোপযোগী সাংবাদিকতায় প্রতিবন্ধকতা মোকাবেলার মাধ্যমে এই পেশাকে দিকদর্শন হিসেবে প্রতিষ্ঠিত করার উপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকতার দিক দর্শণকে কাজে লাগিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং ক্যামেরাপার্সনদের মাঝে সনদ বিতরণ করেন সিনিয়র তথ্য অফিসার জালাল আহম্মেদ। 

এবিএন/মোঃ শাহ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ