আজকের শিরোনাম :

কাপাসিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১১:৩০

কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো সি এস আর প্রকল্পের ২০২৩-২৪ ভরসার নতুন জানালা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (পিএলসি) আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ৩ মে দিনব্যাপী বরুন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর , কালিয়াকৈর, গাজীপুর সদর উপজেলার ১৮৪ জন প্রাণিসম্পদ , মৎস্য ও কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয় ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।

বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বিটিভি  কৃষি তথ্য বিশ্লেষক মাটি ও মানুষ উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।

হেড অফ এজেন্ট ব্যাংকিং বজলুল হাবিব ভূঁইয়া,হেড অফ মার্কেটিং এজেন্ট ব্যাংকিং নাজমুস সাদাত,হেড অফ এস এম ই ব্যাংকিং মোঃ মহসিনুর রহমান।

ট্রেইনার ছিলেন আহমদুল, মৃণাল, সাইফুল, চিরঞ্জন, রোকন, মাহফুজ।

অন্যান্য আরো উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের কাপাসিয়া শাখার ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম, জয়দেবপুর শাখার ম্যানেজার ইফতেখার করিম, ভাওয়াল মির্জাপুর শাখার ম্যানেজার মুহাম্মদ মাহবুবুর রহমান, টুংগী শাখার ম্যানেজার আব্দুল মোতালিব, কালিগঞ্জ শাখার ম্যানেজার পল্টন মালাকার, মাওনা শাখার ম্যানেজার মনির হোসেন, কালিয়াকৈর শাখার ম্যানেজার মইনুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক,কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

প্রশিক্ষণ শেষে ১৮৪ জন উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এবিএন/নুরল আমিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ