আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ১৩:৪২

শ্রীমঙ্গলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২২২ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও ঢেউটিন ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলার শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত উত্তর ভাড়াউড়া ও উত্তর উত্তরসুর এলাকা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আছাদুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না প্রমুখ।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ