আজকের শিরোনাম :

নিকলীতে সার্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ১৩:১৯

কিশোরগঞ্জ নিকলীতে গতকাল ৩০ এপ্রিল ২০২৪ খ্রি. মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় নিকলী উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার। সভার শুরুতেই সভাপতি সার্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন। সর্বজনীন পেনশন স্কিমের অন্যতম গুরুত্বপূর্ণ ৩টি স্কিম হলো- সুরক্ষা, প্রবাস ও প্রগতি।  উক্ত সভায় এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি প্রীতিলতা বর্মন, নিকলী থানা অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, নিকলী জি.সি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ জামরুল ইসলাম, সিংপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছাতিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামান চৌধুরী ইয়ারখান, গুরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তোতা মিয়াসহ নিকলী উপজেলার গণমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন প্রমুখ। 

এবিএন/জয়দেব আচার্য্য/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ