আজকের শিরোনাম :

হাওর অঞ্চলে বৃষ্টির আশংকা, ৮০ শতাংশ পাকলেই কেটে ফেলার পরামর্শ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১৩:৪১

আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চল (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা) জেলার অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। যে কারণে হাওরের বোরো ধান ৮০ শতাংশ পাকলেই কেটে ফেলোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

রোববার (২৮ এপ্রিল) রাতে হবিগঞ্জ জেলা প্রশাসনের ওয়েব সাইটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ৩ মে থেকে বাংলাদেশের উত্তর-পূর্ব হাওর অঞ্চল (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নেত্রকোনা)-এ অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 এ অবস্থায় হাওরের বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকনো জায়গায় রাখার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

এবিএন/নুরুজ্জামান ভূইয়া/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ