গলাচিপায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১১:১৫

চলমান তাপদাহ আর অতি খরায় জনজীবন যখন নাজেহাল তখনই সারা দেশে মহান আল্লাহ্র দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় ছালাতুল ইসতিসকা নামজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভিন্ন ভিন্ন স্থানে মুসল্লিদের কান্নায় বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে। 

প্রথমে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর মাদ্রাসা মাঠে ২৮ এপ্রিল রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় সাধারণ ও মুসল্লিদের উদ্যোগে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা নুর আমিন সাহেব (সাবেক শিক্ষক কালিকাপুর মাদ্রাসা) উক্ত নামাজে প্রায় দুইশত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। সকাল ০৮:২৫ ঘটিকার সময় শান্তিপূর্ণভাবে  নামাজ শেষ হয়। 

এদিকে একই দিনে গলাচিপা উপজেলার সদর জৈনপুরী খানকা মাদ্রাসা মাঠে সাধারণ মুসল্লিদের উদ্যোগে বেলা দশ'টার দিকে বৃষ্টির জন্য মহান আল্লাহ্র দরবারে সালাতুল ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ হুমায়ুন কবির (খানকা মাদ্রাসার জামে মসজিদের ইমাম) উক্ত নামাজে প্রায় চার শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন এবং বেলা সারে দশটার সময় শান্তিপূর্ণভাবে ইসতিসকা নামাজ শেষ হয়।  

এবিএন/মু. জিল্লুর রহমান/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ