দুপচাঁচিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১১:০১

প্রখর রোদ ও দাবদাহের হাত থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলেন বগুড়ার দুপচাঁচিয়ার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। 

২৭ এপ্রিল শনিবার দুপচাঁচিয়া উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আয়োজনে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯.৩০টায় ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবাপাঠ ও বিশেষ দোয় াকরা হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ আজিজুর রহমান।  

উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুরর হমান বলেন, দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ও বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার দুই রাকাত নামাজ আদায় করার জন্য উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির আহবানে ৫০০ শতাধিক মুসল্লিদের নিয়ে দুই রাকাত নামাজ শেষে আল্লাহর দরবারে আমরা নতযানু হয়ে মাগফেরাত কামনার জন্য একত্রিত হয়েছি। নামাজ আদায় শেষে মুনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, মহান রাব্বুল আলামিন আমাদের এ নামাজ কবুল করবেন ইনশাল্লাহ। 

এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ