আজকের শিরোনাম :

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৮

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১০:১৪

দিনাজপুরের খানসামা উপজেলায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৮ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় পুলিশ সরঞ্জামও উদ্ধার করেছে। আটককৃতদের আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনাটি গত ২৬ এপ্রিল  আনুমানিক রাত ১১টায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাগুরমাড়ী এলাকায় ঘটেছে। 

পুলিশ জানায়, এক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই সময়  উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাগুরমাড়ী এলাকায় একটি ভুট্টাক্ষেতে অভিযান চালায়। এসময় পুলিশ অভিযান চালিয়ে টাকার বিনিময়ে ডাবু জুয়া খেলারত অবস্থায় জুয়ার সরঞ্জামসহ ৮ ব্যক্তিকে হাতেনাতে আটক করে।  

আটককৃতরা হলেন নীলফামারী সদর উপজেলার দক্ষিণপাড়ার (খোকসাপাড়া) ওয়াহেদ শেখের ছেলে মাজেদুল ইসলাম মানিক (৩৮), একই এলাকার হারুয়া মিশনপাড়ার মৃত আফেজউদ্দিনের ছেলে নুরুল ইসলাম ওরফে মাশান (৬০), সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি এলাকার মৃত নশেতুল্লাহ ওরফে নমেতুল্লাহ সরকারের ছেলে ফজলুল হক (৫১), চিরিরবন্দর উপজেলার সাতনালা গ্রামের মৃত ফরমান আলীর ছেলে মোকলেছুর রহমান (৫৫), খানসামা উপজেলার টংগুয়া গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায় (৪২), অতুল চন্দ্র রায়ের ছেলে নারায়ন রায় (২১), বাবুল চন্দ্র রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২০) এবং অনিমেষ রায়ের ছেলে অর্জুন কুমার রায় (২০)।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল ২৭ এপ্রিল শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও জুয়ামুক্ত গড়তে আমরা সর্বদা সজাগ রয়েছি।

এবিএন/মো. রফিকুল ইসলাম/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ