আজকের শিরোনাম :

সাপাহারে ইসতিসকার নামাজ আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৭

সারা দেশব্যাপী বেশ কিছুদিন ধরে তাপপ্রবাহ চলছে। লু হাওয়ায় অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টিবিহীন ক্ষতি হচ্ছে কৃষকের ফসলের। গরমে হা হুতাশ হয়ে উঠেছে প্রাণীকূল। যার ফলে নওগাঁর সাপাহারে মহান আল্লাহর নিকট পানি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলিমগণ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার সরফতুল্লাহ্ ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মাঠে ইসতিসকার নামাজ আদায় করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ায় শামিল হন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা।

নামাজের শুরুতে ইমাম মুসল্লিদের উদ্দেশে নামাজের নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির প্রার্থনা করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনার করে অঝরে চোখের জল ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা। 

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন সাপাহার সরফতুল্লাহ্ ফাজিল মাদ্রাসার প্রভাষক ও হেফজুল কোরআন বিভাগের প্রধান এবং সাপাহার মডেল মসজিদের সাবেক ইমাম মাওলানা ওমর ফারুক।

এবিএন/আল মামুন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ