গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

‘আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই’ শ্লোগানে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। 

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যাগে শব্দ দূষণ ও নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ কর্মসূচির পালন করা হয়।

এ উপলক্ষে বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সিনিয়র অফিসার মো. হাসান-ই-মোবারক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএ-এর সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম, জেলা মটর মলিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ