আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিক সিলগালা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫৫ | আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১২:৩১

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট এলাকায় বৈধ কাগজপত্র না থাকায় নাজমা ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত প্রতিষ্টানটি অবৈধভাবে পরিচালনা করে আসছিল দীর্ঘদিন ধরে। এ অভিযোগে সোমবার বিকেলের দিকে পাবনা জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক), উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার যৌথ অভিযানে বৈধ কাগজপত্র না থাকাসহ অনিয়মের অভিযোগে ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। 

এ সময় দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর, মনোয়ার হোসেন, মোক্তার হোসেন, পঃ পঃ কর্মকর্তা ডা. মনোয়ার হোসেন ও ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ