জামালপুরে ভুয়া পুলিশ পরিচয়ে বিয়ে, আটক ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১৪:০১

জামালপুর র‌্যাবের অভিযানে ভুয়া পুলিশ পরিচয়ে বিয়ে প্রতারণার দায়ে রফিকুল ইসলামকে আটক হয়েছে। আটককৃত রফিকুল শেরপুর শ্রীবর্দীর কুরুয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। 

র‌্যাব-১৪, সিপিসি-১ কোম্পানি অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ, শেরপুর শহরের চান্দেরনগর মুসলিমপাড়ার আব্বাস আলীর ছেলে মিলন সরকার ওরফে লিটন(৩৪)’র সাথে কুরুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জোসনা পারভীন (২৯)’র সাথে ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৩ সালের ২০ মে তাদের মধ্যে বিয়েও সম্পন্ন হয়। বিয়ের পর লিটন নিজেকে পুলিশ পরিচয়ে শ্বশুরালয়ে যাতায়াত করে। ছুটি শেষ হয়েছে মর্মে কর্মস্থলে যোগদানের কথা বলে লিটন পুলিশ শ্বশুরালয় থেকে বেরিয়ে পড়ে। কিছুদিন পর লিটন স্ত্রীকে বলে যে, কিছু টাকার জন্য পুলিশের পদোন্নতি হচ্ছে না। এ কথা শোনে স্ত্রী জোসনা পারভীন স্বর্ণালঙ্কার বিক্রি ও জমিজমা বন্ধক রেখে মোট ৯ লাখ টাকা লিটনকে দেয়া হয়। ওই টাকা প্রদানের সময় গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সাথে ছিলো। টাকা নেয়ার পর ভুয়া পুলিশ লিটন গা ঢাকা দেয়। এ বিষয়ে রফিকুল ইসলামের নিকট গেলে ভুক্তভোগীকে গালিগালাজসহ নাজেহাল করে। এ ঘটনায় ১৫ মার্চ শ্রীববর্দী থানায় মামলা দায়ের হয়। 

এবিএন/মোঃ শাহ জামাল/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ