কাপাসিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১১:০২

"প্রাণিসম্পদে ভরবো দেশ" গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে একযোগে  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অর্থায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা পরিষদের বালুর মাঠে ১৮ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী শেষে পরিষদের মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত নুর মৌসুমী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার দিলারা আক্তার মনি,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা সমবায় অফিসার মোঃ সিরাজুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ শারমিন সুলতানা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা সহকারী প্রাণিসম্পদ অফিসার বেলায়েত হোসেন, আরিফ হোসেন, কাজী রাজিব, সোয়েল বণিক সহ উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক খামারিরা উপস্থিত ছিলেন।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে উন্নত জাতের গবাদি পশু গরু, ছাগল, ভেড়া ,মহিষ, দুম্বা , কবুতর ,হাঁস, মুরগি, ডিম, পাখি, বিভিন্ন জাতের ঘাস, দানাদার খাদ্য, সাইলেন্স খামারিদের তৈরি মিষ্টি, দই  মাখন, ঘি, পনিরসহ প্রান্তিক খামারিরা বিভিন্ন ধরনের উপকরণ নিয়ে প্রদর্শনীতে অংশ নেন। তাছাড়া ভেটেনারি মেডিসিন রেনাটা, একমি, এসিআই, এসকেএফ, জেনটি ,নাভানা ও ছোঁয়া ফিড, এসিআই জেনটিস, ক্রাউড ফিড, ফ্রেন্ডস পোল্ট্রি এবং ডেইরি মেডিসিন ২ প্রদর্শনী অংশ নেয়। পরে অংশগ্রহণকারী বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/নুরুল আমিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ