বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ১৮:১৭

“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রাণিসম্পদ ও  ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে বালিয়াডাঙ্গী উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা: আফছানা কাওছার। প্রদর্শনীতে ৪৯টি স্টল অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টলগুলোতে পরিদর্শন করেন।  

পরে বিকালে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: আফছানা কাওছারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো: নুরুল ইসলাম, ২নং চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাড. মো: জিল্লুর রহমান, ধনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও খামারি মো: দুলাল রব্বানীসহ প্রমুখ। 

সমাপনী অনুষ্ঠানে খামারীদের মধ্যে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে প্রথম স্থান অর্জন করেছেন খামারী মো: দুলালী রব্বানী, মো: লিপ্টন ও মোছা: জেসমিন আকতার।

এবিএন/রমজান আলী/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ