আজকের শিরোনাম :

দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১২:২৭

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এমন সংবাদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান। 

পৌর শহরের পুলিশ মোড় এলাকার সিএনজি স্টেশন, বিরিশিরি বাসস্ট্যান্ড ও দুর্গাপুর-ঢাকাগামী বাসের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদার করছে এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সকল চালক, সুপারভাইজার ও টিকিট কাউন্টার ম্যানেজারদের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্তি ভাড়া আদায়ের জন্য দুর্গাপুর মা মনি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি সিএনজি জব্দ করা হয়। নির্ধারিত ভাড়া প্রদানের মাধ্যমে গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীদেরকে সতর্ক থাকার আহবান জানানো হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ