আজকের শিরোনাম :

উলিপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১২:০৪

"ছেলে হোক, মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট এনএসভি-টিউবেকটমি গ্রহীতা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় গুনাইগাছ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকার আয়োজনে, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের   বাস্তবায়নে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোদাব্বের হোসেন। অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন, সহকারি পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার সিসি এসডিপি ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার।

থেতরাই ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী সুরাইয়া বেগমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক ও ডিসট্রিক্ট কলসালটেন্ট ডা. মো. মঞ্জুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবিদ বিন হুসানই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনার এমসিএইচ এফপি মেডিকেল অফিসার আসাদুজ্জামান সজীব প্রমুখ। 

এবিএন/আব্দুল মালেক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ