উলিপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১২:০৮

কুড়িগ্রামের উলিপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
 
এ সময় স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র আলহাজ মামুন সরকার মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহতাব হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, বজরা এলকে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রানা, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, এন, এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শামীম আখতার আমীন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রভাষক স.ম আল মামুন সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে হাবিবা পলি, সহকারী শিক্ষক ফিরোজ আলম মন্ডল, কৃষক প্রতিনিধি পার্থ সারথি সরকার, ফরিদা ইয়াসমিন প্রমূখ। 

শোভাযাত্রায় অংশ নেন উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ, এন, এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। 

শেষে বিজয় মঞ্চে উপজেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। 

এবিএন/আব্দুল মালেক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ