আজকের শিরোনাম :

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪, ১০:৩৬

৬ দিন ছুটির পর শুরু হয়েছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম।

প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পর আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বন্দরের কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন।

কুদরত ই খুদা মিলন জানান, গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাদেশ, ভুটান, ভারত, নেপালের মধ্যে সকল আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ রাখা হয়েছিল। আজ ১৫ এপ্রিল সকাল থেকে পূনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি অমৃত অধিকারী জানান, পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে ৬ দিন বন্ধের পর আমদানি-রফতানি চালু থাকলেও এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

এবিএন/জেডি

এই বিভাগের আরো সংবাদ