চিলমারীতে ডা. লুৎফর রহমান ফাউন্ডেশনের শাড়ি ও লুঙ্গি বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১১:০৭

কুড়িগ্রামের চিলমারীতে ডাঃ লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৩ হাজারের অধিক দুস্থের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 

রোববার দুপুরে উপজেলার শরীফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ৮শ জন নারী পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ ডাঃ ফারুকুল ইসলাম ফারুক। 

এ সময় উপস্থিত ছিলেন শরীফের হাট এম,ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ সরকার, সহকারী অধ্যাপক ও সাংবাদিক গোলাম মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী মো. জিয়াউল ইসলাম সাজ্জাদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ জয়নুল আবেদীন, মোঃ আব্দুস সাত্তার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর, উপজেলা পরিষদ চত্বরে দুস্থ বীর মুক্তিয়োদ্ধার পরিবার এবং চিলমারী, নয়ারহাট ও অষ্টমীর চর ইউনিয়ন মিলে মোট ৩ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/গালিব 

এই বিভাগের আরো সংবাদ