তালায় নদী পারাপারের সময় ৪ গরুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১০:২৯ | আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৩৬

সাতক্ষীরা তালায় নদীর খেয়াঘাট পারাপারের সময় নদীতে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। উদ্ধার করে  গরুগুলো জবাই করা হয়। ঘটনাটি ঘটেছে রোববার (৭ এপ্রিল) সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা ও পাইকগাছা সীমান্ত কাটিপাড়া নদীর উপর।   
   
খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, খেশরা এলাকার গরু ব্যবসায়ী শালিখা ও কাটিপাড়া নদীর উপর দিয়ে আলম সাধু করে চারটি গরু নিয়ে যাচ্ছিল পাইকগাছের দিকে। নদীর মাঝখানে যেতেই চরাট ভেঙ্গে চারটি গরু নদীতে পড়ে যায়। পরে এলাকাবাসী বহু কষ্টে চারটি গরু উদ্ধার করে। গরু চারটি  অসুস্থদেখে জবাই করে দেয়।     
 
গরু ব্যবসায়ী তালার খেশরা গ্রামের তরুন দাস জানান, গরুগুলো পাইকগাছা বাজারে নেওয়া হচ্ছিল। তবে গরু পানিতে পড়ে অসুস্থ হওয়ায় জবাব করা হয়েছে। গরুগুলোর মূল্য ৫ লাখ টাকারও বেশি বলে জানান তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম ঘটনাটি শুনেছি তবে পাইকগাছা সীমান্ত এলাকায় পড়েছে।  

তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সনজয় বিশ্বাস জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে ঘটনাটি পাইকগাছা উপজেলার আওতায় পড়েছে বলে জানান তিনি।  

এবিএন/সেলিম হায়দার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ