সিরাজগঞ্জে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, সরঞ্জাম উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১৪:০০

সিরাজগঞ্জ শহরের আল হামড়া আবাসিক হোটেল থেকে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, মাদারীপুরের পুনিয়া গ্রামের শাহজানহান আলীর ছেলে জাকির হোসেন (৫২), ইব্রাহিম হাওলাদারের ছেলে আতিয়ার রহমান (৪০), গুরুয়াপাড়া গ্রামের মৃত ইউসুফ ব্যাপারীর ছেলে রফিক ব্যাপারী (৩৭) ও ঝিনাইদহের বিত্তিরাণী নগর ঘোষপাড়ার মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সাধন কুমার বিশ্বাস (৪৫)। 

শুক্রবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজুওয়ানুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, চোর চক্রের ওই ৪ সদস্য সিরাজগঞ্জ শহরের সুবিধাজনক বাসা বাড়ী বা দোকান থেকে চুরি করার জন্য দলভূক্ত হয়ে অবস্থান করছিল। তাদেরকে যেন কেহ সন্দেহ না করে সেজন্য শহরের অনুন্নত মানের হোটেলে অবস্থান করে এবং চুরি কার্য শেষ করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শহরের স্টেশন রোডের আল হামড়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ