উলিপুরে ১২ মন্দিরে ঢেউটিন ও চেক বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১৭:৫৬

কুড়িগ্রামের উলিপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২টি মন্দিরে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় প্রতিটি মন্দিরের এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহকারী পরিচালক রমজান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার, বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন হোসেন প্রমুখ। 

এবিএন/আব্দুল মালেক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ