ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ১৩:০৪ | আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৪:০৭

ঈদযাত্রার শুরুতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও। বৃহস্পতিবার রাত থেকে ওই মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। যা শুক্রবার সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে।

যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতীতে চলাচল করছে বলে জানিয়েছে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির।

তিনি জানান, ঈদ সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার সকাল থেকে যানবাহন ধীর গতীতে চলাচল করছে। মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হবার কারণে সেখানে যানবাহনের জটলা দেখা দেয়। পুরো মহাসড়কজুড়ে যানবাহনের ধীরগতি বলে দাবী করেন তিনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করবে।

এবিএন/এসএ/জসিম

এই বিভাগের আরো সংবাদ