আজকের শিরোনাম :

কাপাসিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১৮:১০

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিসে সহযোগিতায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক কৃষক প্রশিক্ষণ শেষ  হয়েছে। ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল বৃহস্পতিবার  কাপাসিয়া উপজেলার প্রাণিসম্পদ অফিসের হলরুমে এ প্রশিক্ষণ শেষ  হয়। 

কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার একেএম লুৎফর রহমান, প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রারাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টানপ্রেনশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার-বারটান অঙ্গ) এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা মোহাম্মদ ওমর ফারুক, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি আলোচনা করেন।  

প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। আগামী ৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ শেষ হবে। 

এবিএন/নূরুল আমীন সিকদার/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ