দৌলতপুরে ১১ হাজার কৃষকের মাঝে প্রণোদনা বীজ ও সার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ১৮:০০

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১১ হাজার ৪৫০ জন কৃষকদের মধ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উফশী আউশ ধান ও পাটের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে এ বীজ ও সার তুলে দেওয়া হয়। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতপুর এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাকির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।   

এবিএন/জহুরুল হক/জসিম/গালিব

এই বিভাগের আরো সংবাদ